তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুমডটটিভি// বাংলাদেশের স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এসেছে সেলফি তোলার জন্য স্পেশাল স্মার্টফোন ‘সিম্ফনি পি৯’। ডুয়াল ফ্ল্যাশলাইটের এই স্মার্টফোন দিয়ে তোলা যাবে অসাধারণ সব ছবি।
অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ অপারেটিং সিস্টেম ফোনটিতে আছে, ৫.৫ ইঞ্চি ২.৫ডি কার্ভড এইচডি আইপিএস ডিসপ্লে। এক ডিসপ্লেতেই দুটি অ্যাপ ব্যবহার করা যাবে।
লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকার কারণে, জিপিইউ মালি টি৭২০ এমপিথ্রি থাকার কারণে ল্যাগহিনভাবে হাই রেজ্যুলেশন ভিডিও উপভোগ করা যাবে।
ফোনটিতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ দিবে প্রাণবন্ত সব সেলফি তোলার অভিজ্ঞতা । এর সাথে আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ডুয়েল টোন ব্যাক ফ্ল্যাশ যার ফলে ব্যাক ক্যামেরা দিয়ে রাতেও তোলা যাবে অসাধারণ সব ছবি।
ক্যামেরা ফিচারস এর মধ্যে উল্লেখযোগ্য ফিচার গুলো হলো এইচডিআর মোড, প্যানারোমা মোড এবং ফেস বিউটি (মাল্টি ফেস মোড)।
এছাড়াও সিন মোড নামে একটি অপশন আছে যেখানে পাওয়া যাবে পছন্দ মতো সিন যেমন, নাইট মোড, সানসেট মোড, পার্টি মোড, পোর্ট রেইট, ল্যান্ডস্কেপ মোড, নাইট পোর্টরেইট, থিয়েটার মোড, বিচ মোড, স্নো মোড, ফায়ার ওয়ার্কস, স্পোর্টস মোড এবং ক্যান্ডেল লাইট মোড। ব্যাক সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েও সহজে ছবি তোলা যাবে।
মিডিয়াটেক ১.৩ গিগাহার্জ ৬৪ বিট এর অক্টাকোর প্রসেসর আছে স্মার্টফোনটিতে। ৩জিবি র্যাম দিবে সব ধরণের ছোট বড় গেমস খেলার সুবিধা। ৩২জিবি রম (স্টোরেজ) দিচ্ছে অনেকবেশী গেমস, গান, মুভি এবং ছবি রাখার নিশ্চয়তা।
এটি মেমোরীকার্ড এর মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা আছে। ব্যবহারের সুবিধার জন্য ডুয়াল সিম এবং মেমরি কার্ডের আলাদা স্লট দেওয়া হয়েছে।
ডুয়াল সিমের এই স্মার্টফোনটিতে ৪জি নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার এর লি-পলিমার ব্যাটারী।
টেকজুম/৮জুলাই/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া