অনলাইন ডেস্ক, টেকজুম ডটটিভি// বর্তমানে থ্রিজি এবং ফোরজি প্রযুক্তির দ্রুত মোবাইল ডাটা নেটওয়ার্কের প্রবর্তনের সাথে সাথে মোবাইল ডিভাইসের ভিডিও কলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করার জন্য একটি জনপ্রিয় উপায় পরিণত হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের সম্মুখীন ক্যামেরা দিয়ে থ্রিজি/ফোরজি বা ওয়াই ফাই নেটওয়ার্কের মাধ্যমে আপনি সহজেই বিনামূল্যে ভিডিও কল করতে পারেন।
ভিডিও কলিং এর জন্য ব্যবহার করতে পারেন নীচের অ্যাপগুলি।
গুগল হ্যাংআউট
স্কাইপের প্রায় সবকটি ফিচার রয়েছে গুগল হ্যাংআউটে। কোন ব্যাক্তিকে খুঁজে বের করার জন্য ব্যবহার করতে পারেন তার ইমেল আইডি বা ফোন নম্বর। ভিডিও কলিং ছাড়াও হ্যাংআউটে রয়েছে ভয়েস কলিং ও চ্যাটিং এর সুবিধা। আপনার বন্ধুরা যাদি আইফোন ইউজার না হন তবে হ্যাংআউট অবশ্যই অন্যতম সেরা একটি অ্যাপ।
উভু
জনপ্রিয় না হলেও উভু অবশ্যই গ্রুপ কলিং এর জন্য অন্যতম সেরা অ্যাপ। একসাথে ১২ জন মিলে ভিডিও কলিং করা যায় এই অ্যাপে। এছাড়াও এই অ্যাপের ভিডিও ও অডিও কল কোয়ালিটি অন্যান্য অ্যাপের থেকে অনেকটাই ভালো। এছাড়াও এই অ্যাপে আপনি শেয়ার করতে পারবেন আপনার ফোনের স্ক্রিন। যার মাধ্যমে আপনারা একই সাথে দেখতে পারবেন একই ইউটিউব ভিডিও।
স্কাইপ
নিঃসন্দেহে ভিডিও কল ও চ্যাটের জন্য স্কাইপ অ্যাপ্লিকেশন সবচেয়ে জনপ্রিয়। এই অ্যাপ্লিকেশন সামনে সম্মুখীন ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা উভয় সমর্থন করে, ফলে আপনি উভয় ক্যামেরা দিয়ে কথা বলতে পারবেন। আপনি স্কাইপ ব্যবহার করে আপনার অ্যানড্রইড ফোনের মাধ্যমে আপনার আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিও কল ও চ্যাট করতে পারবেন। এছাড়াও আপনি ভয়েস কল, বিনামূল্যে তাত্ক্ষণিক বার্তা গ্রহণ ও পাঠাতে পারবেন, বিনামূল্যে ফটো, ভিডিও এবং যে কোনো আকারের ফাইল পাঠাতে পারবেন এবং একটি খুব সস্তা হারে স্কাইপ ক্রেডিট ব্যবহার করে ল্যান্ডলাইন এবং অন্যান্য মোবাইল নম্বর থেকে ফোন কল করতে পারবেন ।
ইয়াহু মেসেঞ্জার
ইয়াহু মেসেঞ্জারের সাধারণত ইয়াহু মেইল সেবা ব্যবহার করা হয়, এছাড়াও আপনি অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও কল করার জন্য আপনার সেরা পছন্দ হতে পারে ইয়াহু মেসেঞ্জার। ইয়াহু মেসেঞ্জার ব্যাবহার করে আপনি সহজেই বিনামূল্যে ভয়েস কল এবং সস্তা হারে আন্তর্জাতিক ফোন কল করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন সাইজের ফটো, ভিডিও, উইন্ডোজ লাইভ বন্ধুদের সাথে চ্যাট এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন।
লাইন
মেসেজিং এর জন্য জনপ্রিয় হলেও লাইন দিয়ে খুব ভালো ভিডিও কল করা যায়। এছাড়াও আপনি গ্রুপে মেসেজ ও ভয়েস কল করতে পারবেন লাইনের মাধ্যমে। সব স্মার্টফোনের জন্যই পাওয়া যায় এই অ্যাপ। ফিচারের দিক থেকে বিচার করলে লাইনের ফিচার স্কাইপের থেকে অবশ্যই বেশি।
ট্যাঙ্গো
ভিডিও কলের জন্য আরো একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন হল ট্যাঙ্গো। আপনি ট্যাঙ্গো ব্যাবহার করে আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি ট্যাঙ্গো ব্যাবহার করে বিভিন্ন সাইজের ফটো, ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্টস শেয়ার করতে পারবেন।
টক্স
সিকিউরিটি যদি আপনার প্রাধান্য হয় তবে আপনার অ্যাপ অবশ্যই টক্স। এটি একটি ওপেন সোর্স টুল। স্পাইং ও ট্র্যাকিং থেকে মুক্তি দিতেই তৈরী এই অ্যাপ। দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় এই অ্যাপ। টক্স একটি ফুল ফিচার্ড অ্যাপ। টক্স কম প্রসেসিং পাওয়ার যুক্ত সিস্টেমে ব্যবহারের জন্য তৈরী এই অ্যাপ।
ভাইবার
কম্পিউটার ও স্মার্টফোন দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায় ভাইবার অ্যাপ। ভিডিও কল, গ্রুপ কল, ভয়েস কল ও মেসেজিং এর মতো সব ফিচার পাওয়া যাবে এই অ্যাপে। এছাড়াও এই অ্যাপে রয়েছে গেমস খেলার সুযোগ।
The post ভিডিও কল ও চ্যাটের জন্য জনপ্রিয় অ্যাপ! appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া