তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// গত বছরে বেশ আলোচিত ছিলো চীনা কোম্পানির অ্যান্ড্রয়েড স্মার্টফোন শাওমি এমআই ৫ । এবার আবার আলোচনায় এসেছে আরেকটি ফ্ল্যাগশিপ ডিভাইস- শাওমি এমআই ৬ নিয়ে। ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে ফোনটি নিয়ে। তবে এ ফোনটির বিশেষ ব্লু এডিশনও বাজারে ছেড়েছে কোম্পানিটি।
নতুন এ ফোনটিতে আছে, পাতলা বেজেলের ৫.১৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ৬ জিবি র্যামের এই ফোনটিতে ১২৮ জিবি রম রয়েছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লি-পরিমার ব্যাটারি আছে। যা খুবই শক্তিশালী।
বাঁকানো স্ক্রিন সমৃদ্ধ এই ফোনটির চারপাশে স্টেইনলেস স্টিল কেসিং ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির সামনে ও পিছনে উভয় দিকেই বাঁকানো গ্লাস ব্যবহার করা হয়েছে।
এমআই ৬ ফোনের সামনের দিকে নিচে হোম বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পিছনের দিকে আছে দুইটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্লাশ রয়েছে কাঁচের নিচেই। এর ১২ মেগাপিক্সেল ডুয়েল প্রাইমারি ক্যামেরা আরো বিস্তৃত অ্যাঙ্গেল এবং টেলিফটো প্রযুক্তি সমৃদ্ধ যাতে আপনি দ্বিগুণ অপটিক্যাল জুম এবং ১০ গুণ ডিজিটাল জুম করতে পারবেন। ফোনটির সামনের দিকে দেয়া হয়েছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোরজি ডুয়াল ন্যানো সিমের এই ফোনটি এন্ড্রয়েড ৭.১.১ নোগাট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সাথে আছে এমআইইউআই ৮ লঞ্চার । এ ছাড়াও এটিতেন ৮৩৫ অক্টাকোর সিপিইউ যা ১০ ন্যানোমিটার আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। স্ন্যাপড্রাগন ৮৩৫ সিরিজের প্রসেসর এই ফোনটি ছাড়া এই মুহূর্তে শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি এস৮ এ আছে!
ফোনটিতে আরো আছে অ্যাড্রিনো ৫৪০ জিপিইউ। এছাড়াও এমআই ৬ স্মার্টফোনে রয়েছে ২x২ ডুয়েল ওয়াই-ফাই যা দ্বিগুণ দ্রুত এবং আরো বিস্তৃত এলাকাজুড়ে এর নেটওয়ার্ক কভার করতে সক্ষম।
নতুন এই এডিশন ছাড়াও আছে, পার্পল, হোয়াইট, ব্ল্যাক, সিলভার এবং সিরামিক এডিশন। দেশের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছে, ৪৯ হাজার ৯৯০ টাকা।
টেকজুম ডটটিভি/২৫ সেপ্টেম্বর/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া