নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নাম নিবন্ধনের ক্ষেত্রে এখন থেকে আর কোনও প্রিমিয়াম ক্যাটাগরি থাকছে না। এখন থেকে একই দামে (৮০০ টাকায়) ডোমেইন দুটি কেনা যাবে।
বুধবার ডোমেইন নাম দুটির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন এখন থেকে সমহারে রেজিষ্ট্রেশন করা হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা রেজিষ্ট্রেশন করা যাবে৷
এ ছাড়াও প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে পাঁচ হাজার, ১৫ হাজার এবং ২৫ হাজার টাকা। যা এখন কমিয়ে সমহারে অর্থাৎ আটশো টাকা করা হয়েছে।
এর আগে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে ৫ হাজার, ১৫ হাজার এবং ২৫ হাজার টাকা। যা এখন কমিয়ে ৮০০ টাকা ফি-তে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল। অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরাদ্দ ও টাকা পরিশোধ করার ব্যবস্থা রয়েছে।
আগ্রহী গ্রাহকরা অনলাইনে রেজিষ্ট্রেশনের জন্য বিটিসিএলের ওয়েবসাইট বিটিসিএল.বাংলা অথবা www.btcl.com.bd তে ভিজিট করে ডোমেইন কিনতে পারবেন৷
The post ডট বিডি ও ডট বাংলা ডোমেইন এখন ৮০০ টাকায় appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া