২০১৯ সালের জানুয়ারী মাসে চীনে লঞ্চ হয়েছে রেডমি নোট ৭। এই ফোনের প্রধান আকর্ষণ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও রেডমি নোট ৭ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট চিপসেট আর ৪ হাজার এমএএইচ ব্যাটারি।
প্রথম ভিডিওতে রেডমি সিইও লু ওয়েবিং একটি ভিডিওতে সিঁড়ি থেকে রেডমি নোট ৭ ফোনটি ফেলেছে। শুরুতে একটি ডাস্টবিনের মধ্যে টেপ দিয়ে আটকে সিঁড়ির সামনে এসে সেই ডাস্টবিনে লাথি মেরে সিঁড়ি থেকে ফোনটিকে নীচে ফেলেছেন রেডমি প্রধান। দুই বার এই কাজ করার পরে ডাস্টবিন থেকে ফোন বার করে লু দেখিয়েছেন ফোনের কোন ক্ষতি হয়নি। দিব্যি কাজ করছে এই স্মার্টফোন। চিনা ভাষায় এই ফোন কত শক্তিশালী তা জানিয়েছেন লু।
এর পরের ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যাক্তি রেডমি নোট ৭ এর সাথে টেপ দিয়ে চাকা লাগিয়ে স্কেটিং করছেন। পায়ের নীচে লাগিয়ে রেডমি নোট ৭ দিয়ে কিছুক্ষণ স্কেটিং করার পরেও ফোনে কোন ক্ষতি দেখা যায়নি।
এর পরে আরও এক ধাপ এগিয়ে রেডমি নোট ৭ দিয়ে আখরোট ভাঙতে দেখা যায় লুকে। এই ঘটনার পরেও ফোনে কোন ক্ষতি চোখে পড়েনি।
অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের ফোনটিতে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৬ জিবি পর্যন্ত র্যাম ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ।
ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে একটি ৫ মেগাপিক্সেলেরডেপ্ত সেন্সার থাকছে। ফোনের সামনে থাকছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
The post শাওমির নতুন ফোন দিয়ে ভাঙা হচ্ছে আখরোট, তারপর… appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া