মোবাইল দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৮। আর এই আয়োজনে নতুন নতুন স্মার্টফোন নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এবারের আসরে একগুচ্ছ নতুন স্মার্টফোন উন্মোচন করেছে অ্যালকাটেল। ডিভাইসগুলো হলো অ্যালকাটেল ৩, অ্যালকাটেল ৩এল, অ্যালকাটেল ১এস ও অ্যালকাটেল ৩টি ১০ ট্যাবলেট।
ডিভাইসগুলোর ভিত্তিমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৫৯ ইউরো, ১৩৯, ১০৯ ও ১৭৯ ইউরো। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে অ্যালকাটেলের নতুন তিন স্মার্টফোনের সরবরাহ শুরু হবে এবং ট্যাবলেট ডিভাইসটির সরবরাহ শুরু হবে বছরের শেষ দিকে।
অ্যালকাটেল ৩এল স্ন্যাপড্রাগন ৪২৯ প্রসেসর দ্বারা চালিত এবং এটি ২ গিগাবাইট র্যাম । ১৬ গিগাবাইটের অভ্যন্তরীণ স্টোরেজ থাকছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত প্রসারিত করা যাবে।
The post অ্যালকাটেল নতন তিন ফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া