লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এল লেনোভো আইডিয়াপ্যাডের নতুন ৩৩০ সিরিজের ল্যাপটপ।
আইডিয়াপ্যাডের অন্যান্য মডেলের তুলনায় ৩৩০ সিরিজের মডেল সমূহ আরও আকর্ষণীয় টেক্সচার দিয়ে তৈরি হওয়ার কারনে গ্রাহকদের নিকট জনপ্রিয়। ইতিমধ্যে এর বাহারি রং কেড়েছে ব্যবহারকরীদের মন। বর্তমানে এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে প্লাটিনাম গ্রে, মিডনাইট ব্লু, চকলেট এবং অনিক্স ব্ল্যাক এরমত আকর্ষণীয় চারটি রং এ।
নতুন ৩৩০ মডেলটিতে রয়েছে টাইপ-সি পোর্ট এবং এসি ওয়াইফাই যা ব্যবহারকারীদের আরও দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার এবং ইন্টারনেট ইউজ এর সুবিধা দিবে। মডেলগুলো সেলেরন, এএমডি, কোর আই-৩ ও কোর আই-৫ প্রসেসরে পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে ডলবি মিউজিক এর সুবিধা।
ল্যাপটপসমূহের মূল্য মাত্র ২৫,৫০০ টাকা থেকে শুরু। ১/২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯৬৯৬৩৩১৫৩
The post বাজারে এলো আকর্ষণীয় লেনোভো আইডিয়াপ্যাড ৩৩০ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া