প্রতিনিয়ত ফোনের ইন্টারনাল স্টোরেজের পরিমাণ বৃদ্ধি করে চলেছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে ১ টেরাবাইট ইন্টারনাল মেমোরি সমৃদ্ধ ফোন আনবে স্যামসাং। ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন গ্যালাক্সি এসটেনে এ সুবিধা যুক্ত হবে।
গত সপ্তাহে কোরিয়ান প্রতিষ্ঠানটি ১ টেরাবাইটের এমবেডেড ইউনিভার্সাল ফ্লাশ স্টোরেজের (ইইউএফএস) ব্যাপক উৎপাদন শুরুর ঘোষণা দেয়। স্যামসাংয়ের দাবি, স্মার্টফোন খাতে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। এ অর্জন পরবর্তী প্রজন্মের স্মার্টফোনে নোটবুকের মতো আরো বেশি সুবিধা দিতে সহায়তা করবে।
মোবাইল প্রস্তুতকারকদের কাছে ১ টেরাবাইট ইইউএফএসের সম্ভাব্য চাহিদা বিবেচনা করে ২০১৯ সালের প্রথমার্ধে এর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে স্যামসাং। প্রতিষ্ঠানটি জানায়, ১ টেরাবাইট স্টোরেজের সুবাদে ব্যবহারকারী ফোরকে রেজল্যুশনের ১০ মিনিটের ২৬০টি ভিডিও জমা রাখতে পারবেন, যা ৬৪ জিবি স্টোরেজের চেয়ে ১৩ গুণ বেশি।
ফাইভজি প্রযুক্তি সমৃদ্ধ গ্যালাক্সি এস ১০ ফোনটি উন্মোচন করা হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লুসি)। ইভেন্টটি চলবে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্যালাক্সি এস ১০ এর তিনটি সংস্করণ। ফোন তিনটি হলো গ্যালাক্সি এস১০ই, এস১০ ও এস১০ প্লাস। এর মধ্যে কম শক্তির গ্যালাক্সি এস১০ ফোনটি হবে লাইট সংস্করণের।সূত্র: সিনেট
The post ১ টেরাবাইটের মেমোরিসহ আসবে গ্যালাক্সি এস১০ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া