প্রধান নির্বাহী সুন্দার পিচাইয়ের ওপর এক বছর আগের চেয়ে কম আস্থা রাখছেন গুগল কর্মীরা, প্রতিষ্ঠানের সর্বশেষ বার্ষিক কর্মী সন্তোষ জরিপে এমনটাই উঠে এসেছে।
তার দায়িত্ব পালনের সময়েই সার্চ জায়ান্টটিকে প্রদেয় সুবিধা নিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের আপত্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বিষয়ে প্রশ্ন ও যৌন অসদাচরণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়াসহ বিভিন্ন ইস্যুতে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। আপাতদৃষ্টিতে দক্ষ হাতে এসব পরিস্থিতি সামাল দিলেও নতুন দুর্যোগ অপেক্ষা করছে পিচাইয়ের জন্য। সম্প্রতি গুগলের এক নিজস্ব জরিপে দেখা গেছে, তার নেতৃত্বে আস্থা কমছে প্রতিষ্ঠানটির কর্মীদের। খবর ব্লুমবার্গ।
২০১৮ সালের শেষ দিকে চার ভাগের প্রায় তিনভাগ (৭৪ শতাংশ) গুগল কর্মী ভবিষ্যতে সুন্দার পিচাইয়ের নেতৃত্বে আস্থা রেখে ‘ইতিবাচক’ মত দিয়েছেন। এক বছর আগে এই সংখ্যা ছিল ৯২ শতাংশ।
কর্মীদের উদ্যম, ঐশ্বর্যমণ্ডিত কর্মপরিবেশ ও উচ্চ বেতন-ভাতা নিয়ে গুগল গর্ববোধ করে থাকে। শীর্ষ নির্বাহীদের ওপর আস্থা হারাতে থাকলে অন্য প্রতিষ্ঠানগুলো মেধাবী কর্মীদের টেনে নিতে পারে। এমনটি হলে নতুন নতুন সেবা যুক্ত করতে গুগলকে ঝামেলা পোহাতে হতে পারে, যা প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ব্যবসাকেও ক্ষতিগ্রস্ত করবে।
The post সুন্দর পিচাইয়ের নেতৃত্বে আস্থা কমছে গুগল কর্মীদের appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া