ডিজিটাল বাংলাদেশ মানে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকর গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন ও সাফল্য। তথ্যপ্রযুক্তির উন্নতিতে রাজধানী আর খুলনায় কোনো পার্থক্য নেই। গতকাল খুলনার একটি হোটেলে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) খুলনার উদ্যোগে আয়োজিত ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
বিসিএস ডিজিটাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল বলেন, প্রদর্শনীতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। শিক্ষা খাত থেকে শুরু করে সরকারের সব কাজ ডিজিটাল হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। অনলাইনে সব কাজ সম্পন্ন করার সুবিধা দিতে ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন পৌঁছে দেয়া হয়েছে।
বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, খুলনায় সবগুলো ডিজিটাল মেলা সফল হয়েছে। এখানে একটি আইসিটি টাওয়ার স্থাপনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার আগ্রহ প্রকাশ করেছেন। খুলনার নেতারা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শিগগিরই এ টাওয়ার স্থাপনের পদক্ষেপ নেয়া হবে, যা তথ্যপ্রযুক্তিতে খুলনাকে আরো একধাপ এগিয়ে নেবে।
পাঁচ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তথ্যপ্রযুক্তি খাতের ৩৪টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে। মেলায় ২৬টি স্টল এবং আটটি প্যাভিলিয়ন রয়েছে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুলশিক্ষার্থীরা পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবে।
The post খুলনায় বিসিএস ডিজিটাল এক্সপো শুরু appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া