দৃষ্টিহীন ক্রেতাদের জন্য নতুন উদ্যোগ নিল চিনের ইকমার্স সংস্থা আলিবাবা। তাদের জন্য স্মার্ট স্ক্রিন আনল তারা।
এতদিন কারও সাহায্য নিয়ে কেনাকাটা করতেন গ্রাহকরা। সেই সমস্যা থেকে তাদের মুক্তি দিতে এই উদ্যোগ সংস্থার। মোট ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগে ২ বছরের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কার্যক্রমের ফসল হল এই স্মার্টস্ক্রিন।
একটি রিপোর্টে বলা হয়েছে, এই স্মার্ট স্ক্রিনের নাম স্মার্ট টাচ। এটি একধরনের সিলিকন লেয়ার যা স্মার্টফোনের স্ক্রিনের উপরে থাকবে। প্রতিটি তৈরি করতে দাম পড়বে ৩.৬ সেন্ট। এতে থাকবে তিনটে বোতাম। যেগুলি সেন্সর দ্বারা চলবে। যেই বোতামে চাপ দিলে কমান্ডের মাধ্যমে গ্রাহকরা কেনাকাটা করতে পারবে।
তবে কেনাকাটার পাশাপাশি ফোন করা বা রিসিভ করার মতো কাজও করা যাবে।
The post স্মার্ট স্ক্রিন আনল আলিবাবা appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া