কোরিয়ান স্মার্টফোন জায়ান্ট স্যামসাং মোবাইল ফোন উৎপাদন কারখানা বন্ধ করতে যাচ্ছে । বিশ্বের বৃহৎ স্মার্টফোন বাজার চীনের তিয়ানজিনে একটি মোবাইল ফোন উৎপাদন কারখানা বন্ধ করবে প্রতিষ্ঠানটি । দেশটিতে স্থানীয় সাশ্রয়ী ডিভাইস নির্মাতাদের কারণে বিক্রি কমে যাওয়ায় এমন সিদ্ধান্তে পৌঁছেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, বৈশ্বিক স্মার্টফোন বাজারের শীর্ষস্থান এখনো দখলে রেখেছে স্যামসাং। কিন্তু ডিভাইস বাজারে চীনা প্রতিদ্বন্দ্বীদের অংশীদারিত্ব ক্রমান্বয়ে বাড়ছে। যে কারণে স্মার্টফোন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন নির্মাতা চীনের স্থানীয় প্রতিষ্ঠানগুলো অপেক্ষাকৃত কম মূল্যে স্মার্টফোন বিক্রি করায় দেশটিতে চাহিদা কমেছে স্যামসাং ফোনের। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনা স্মার্টফোন বাজারের এক শতাংশ ছিল স্যামসাংয়ের দখলে, যেখানে ২০১৩ সালের মাঝামাঝি প্রতিষ্ঠানটির দখলে ছিল ১৫ শতাংশ। হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলোর কাছে বাজার হারিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, আমাদের মোবাইল ফোন উৎপাদন কারখানাগুলোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলমান, তা সত্ত্বেও আমাদের একটি কঠোর সিদ্ধান্তে পৌঁছাতে হয়েছে। আমরা চীনের তিয়ানজিন স্যামসাং ইলেকট্রনিকস টেলিকমিউনিকেশন নামে ফোন উৎপাদন কারখানার কার্যক্রম স্থগিত করতে যাচ্ছি।
স্যামসাংয়ের এই কারখানাটির বর্তমান কর্মী সংখ্যা ২৬০০। চলতি বছরের শেষে বন্ধ হচ্ছে কারখানাটি। বিশ্বের বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি তিয়ানজিন কারখানার কর্মীদের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্যাকেজ দেয়ার পাশাপাশি অন্য স্যামসাং কারখানায় কাজের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ভিয়েতনাম ও ভারতের মতো ডিভাইস উৎপাদন ব্যয় কম, এমন দেশগুলোকে গুরুত্ব দিচ্ছে স্যামসাং। চীনে প্রতিষ্ঠানটির দুটি উৎপাদন কারখানা রয়েছে। তিয়ানজিনের কারখানা বন্ধ করা হলেও গুয়াংডং রাজ্যের হুইঝু কারখানা চালু রাখছে প্রতিষ্ঠানটি।
The post মোবাইল ফোন উৎপাদন কারখানা বন্ধ করছে স্যামসাং appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া