বিটিআরসি’র নির্দেশ অনুযায়ী ভোটের আগেরদিন শনিবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো। পরে ভোট শেষে রোববার সন্ধ্যায় তা খুলে দেয়া হয় বলে জানানো হয়। তবে ভোটের পরদিনও মোবাইলে থ্রিজি-ফোরজি ইন্টারনেট পাচ্ছেন না বলে জানান গ্রাহকরা।
বেশ কয়েকজন মোবাইল গ্রাহকের সাথে কথা বলে এ অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকরা বলছেন, কোনো ধরনের নির্দেশনা ছাড়াই ভোটের পরদিনও (সোমবার) বন্ধ করে রাখা হয়েছে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট।
এর আগে বিটিআরসি’র নির্দেশ অনুযায়ী ভোটের আগেরদিন শনিবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো। পরে ভোট শেষে রোববার সন্ধ্যায় তা খুলে দেয়া হয়। তবে রোববার মধ্যরাত থেকে আবারো বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট।
এভাবে নির্দেশনা ছাড়াই মোবাইল ইন্টারনেট বন্ধ রাখায় গ্রাহকদের ভোগান্তি এখন চরমে।
দেশে বর্তমানে আট কোটি ৬০ লাখের বেশি মোবাইল ইন্টারনেট সংযোগ আছে। এর মধ্যে ছয় কোটি সংযোগের বিপরীতে আছে থ্রিজি সংযোগ। বিটিআরসির নির্দেশনার পরপরই অপারেটরগুলো ফোরজি ও থ্রিজি সেবার নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ায় এখন শুধু টুজি চালু রয়েছে। এতে এখন মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার একপ্রকার বন্ধই হয়ে গেছে বলে গ্রাহকরা জানিয়েছেন।
The post মোবাইলে থ্রিজি-ফোরজি পাচ্ছেন না গ্রাহকরা! appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া