গুগল ক্রোম এ যোগ হবে দুটি নতুন ফিচার। নতুন এই ফিচারে ব্রউজিংএর সময় সহজে ট্যাব ম্যানেজ করা যাবে। সম্প্রতি অনলাইনে একাধিক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। শিঘ্রই গুগল ক্রোম এ আসতে চলেছে ট্যাব গ্রুপ আর স্ক্রলেবেল ট্যাব। ইতিমধ্যেই মজিলা ফায়ারফক্স এ এই দুটি ফিচার যোগ হয়েছে। তবে গুগল ক্রোম এর কোন ভার্সানে এই ফিচার যোগ হবে তা জানা যায়নি।
সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে অবশেষে গুগল ক্রোম এ ট্যাব গ্রুপ করার ফিচার যোগ হবে। তবে এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এই ফিচার। গ্রুপের বিভিন্ন ট্যাব দেখেই গ্রাহকরা তা আলাদা করতে পারবেন। যদিও কিছু থার্ড পার্টি এক্সটেনশানের মাধ্যমে ইতিমধ্যেই গুগল ক্রোম ব্রাউজারে এই ফিচার ব্যবহার করা যায়।
এই ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কোন ধরনের ওয়েবসাইট ব্রাউজারে খোলা রয়েছে তার ভিত্তিতে বিভিন্ন ট্যাবকে গ্রুপে যোগ করা হবে।
এছাড়াও গুগল ক্রোম ব্রাউজারে স্ক্রল করে ট্যাব বদলের অপশান যোগ হতে পারে। সম্প্রতি এক গুগল ক্রোম ইঞ্জিনিয়ার এই ফিচারের কথা জানিয়েছিলেন। যদিও শীফট আর কন্টল প্রেস করে ক্লিক করলে গুগল ক্রোম ব্রাউজারে একসাথে একাধিক ট্যাব সিলেক্ট করা যায়।
The post কিভাবে গুগল ক্রোম এ অনেক ট্যাবে একসাথে কাজ করেন? appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া