জুলাই-অগাস্ট মাসের তুলনার সেপ্টেম্বর-অক্টোবরে ৬০০ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে অপোর সাব ব্র্যান্ড রিয়েমি। বৃহস্পতিবার এক রিপোর্টে জানানো হয়েছে এই মুহুর্তে ভারতের এক নম্বর উঠতি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েমি।
একই সময় ভারতে শাওমি ও স্যামসাং এর বিক্রি বেড়েছে ১০-১২ শতাংশ। হনর এর স্মার্টফোন বিক্রি বেড়েছে ৫ শতাংশ। শীঘ্রই লঞ্চ হবে কোম্পানির পরবর্তী স্মার্টফোন রিয়েমি ইউ১1। ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া পাঁচটি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় ঢুকে যেতে পারে চিনের কোম্পানিটি।
ঝড়ের গতিতে বাড়ছে ভারতের স্মার্টফোন বাজার। সেই সময় অনলাইন বাজারে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে সাফল্যের মুখ দেখেছে রিয়েমি।
২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতে মোট ৩.৬ কোটি স্মার্টফোন বিক্রি হতে পারে। যা গত বছরের থেকে ১৬ শতাংশ বেশি। এই রিপোর্টে জানানো হয়েছে ভারতে অনলাইন ফোনের বাজার ৬০-৬৫ শতাংশ বাড়তে পারে।
The post এক নম্বর উঠতি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েমি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া