চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক বাজারে স্মার্ট স্পিকার সরবরাহে গুগলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে অ্যামাজন।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্বব্যাপী ১ কোটি ৯৭ লাখ ইউনিট স্মার্ট স্পিকার সরবরাহ হয়েছে, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ১৩৭ শতাংশ বেশি। একই সঙ্গে প্রতিবেদনটিতে চলতি বছর বিশ্বব্যাপী স্মার্ট স্পিকার সরবরাহ সাড়ে সাত কোটি ইউনিট ছাড়িয়ে যাবে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।
ক্যানালিস জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অ্যামাজন ৬৩ লাখ ইউনিট ইকো স্পিকার সরবরাহ করেছে। একই সময়ে গুগল তার হোম সিরিজের ৫৯ লাখ ইউনিট স্পিকার সরবরাহ করেছে। প্রান্তিকটিতে বৈশ্বিক বাজারে স্পিকার সরবরাহে অ্যামাজন ও গুগলের দখল দাঁড়িয়েছে যথাক্রমে ৩১ দশমিক ৯ শতাংশ ও ২৯ দশমিক ৮ শতাংশ। প্রাইম ডেতে অ্যামাজনের ডিভাইস বিক্রি বেড়ে যাওয়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির স্মার্ট স্পিকার সরবরাহ বেড়েছে।
ক্যানালিসের তথ্য বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক বাজারে স্মার্ট স্পিকার সরবরাহে শীর্ষস্থান দখলে রেখেছিল গুগল। প্রান্তিকটিতে ৫৪ লাখ ইউনিট ডিভাইস সরবরাহ করেছে অ্যালফাবেট নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি। অন্যদিকে প্রান্তিকটিতে ৪১ লাখ ইউনিট স্পিকার সরবরাহ করেছিল অ্যামাজন।
বিশ্বব্যাপী স্মার্ট স্পিকার জনপ্রিয় হয়ে উঠছে। এ কারণে অ্যাপল, গুগল, স্যামসাং ও অ্যামাজনের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো নতুন স্মার্ট স্পিকার উন্মোচনে জোর দিচ্ছে।
The post স্মার্ট স্পিকার সরবরাহে শীর্ষে অ্যামাজন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া