মঙ্গলবার একসাথে ৫০০টি নতুন এমআই স্টোর ওপেন করে বিশ্বরেকর্ড করল চিনের স্মার্টফোন কোম্পানি শাওমি। মঙ্গলবার দুপুর ১২ টায় একসাথে ভারতে মোট ৫০০ টি এমআই স্টোর শুরু করেছে জনপ্রিয় চিনা কোম্পানিটি। যদিও বড় শহরে কোম্পানির দোকানগুলি এ্মআই হোমস নামে পরিচিত।
২০১৯ সালের মধ্যে ভারতে ৫ হাজার নতুন এমআই স্টোর খোলার পরিকল্পনা রয়েছে কোম্পানির। এর ফলে ভারত জুড়ে মোট ১৫ হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন শাওমির ভাইস প্রেসিডেন্ট মনু জৈন।
নতুন এই পদ্ধতি গ্রামীন ভারতে ফোন কেনার অভিজ্ঞতাকে বদলে দেবে বলে মনে করেন তিনি। শুরুতে ভারতে শুধুমাত্র অনলাইনে স্মার্টফোন বিক্রি করলেও এখন অফলাইন বাজারকেও সমান গুরুত্ব দিচ্ছে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড।
সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে দেশের চতুর্থ এমআই স্টোর এর সুচনা হয়েছিল। স্মার্টফোন ছাড়াও ভারতে একাধিক স্মার্ট হোম প্রোডাক্ট, লাগেজ, জুতো সহ অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে শাওমি।
The post নতুন বিশ্বরেকর্ড করল শাওমি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া