কয়েকদিন আগে ফেসবুক বিনিয়োগকারীরা দাবি জানায় মার্ক জাকারবার্গকে পদত্যাগ করতে হবে। এজন্য একপ্রকার প্রতিবাদও জানায় তারা। তবে ফেসবুক থেকে পদত্যাগ করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। খবর এনডিটিভির।
মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাক জাকারবার্গ বলেন, পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যেতে চাই।একই সঙ্গে জানিয়ে দেন, ফেইসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গও কোথাও যাচ্ছেন না।
তিনি আরো বলেন, আমি প্রতিষ্ঠানটি চালাই। এখানে কি ঘটছে এসবকিছুর জন্য আমাকেই জবাবদিহি করতে হবে।
এর আগে গত শনিবার দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে বলা হয়, ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রন ফেসবুকের একটি বড় অংশীদারের মালিক। তিনি মার্ক জাকারবার্গের পদত্যাগ চান।
ক্রনের ভাষায়, ফেসবুক কোনও প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না। তাদের মনে রাখতে হবে, এটা একটি প্রতিষ্ঠান এবং এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলাদা ব্যক্তি হওয়া প্রয়োজন।
The post ‘ফেসবুক থেকে পদত্যাগ করার পরিকল্পনা নেই’ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া