ট্রাক লোড লি. (র্যাংগস গ্রুপের একটি উদ্যোগ) কে বিজনেস সল্যুশনস প্যাকেজের আওতায় পরিপূর্ণ যোগাযোগ সুবিধা দিতে গ্রামীণফোন লি. একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির অধীনে ট্রাক লোড লিমিটেডকে প্রয়োজন অনুযায়ী ভয়েস, ডাটা এবং অন্যান্য সেবাসহ পরিপূর্ণ যোগাযোগ সুবিধা দেয়া হচ্ছে। ট্রাক লোড তার বিভিন্ন ব্যবসায়ের মধ্যে সুলভে কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্থাপনে এসব সেবা ব্যবহার করবে।
ট্রাক লোড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তায়সির হোসেন এবং গ্রামীণফোনের হেড অব কর্পোরেট বিজনেস মো. নাসার ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
ট্রাক লোড লি. – এর চেয়ারম্যান নাফিস খন্দকার, পরিচালক মিজ সোহানা রউফ চৌধুরী, পরিচালক জাবিদ হোসেন, র্যাংগস মটরসের গ্রুপ সিএমও তারেক আবদুল্লাহ আল মুনিম, গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, ডেপুটি সিইও ইয়াসির আজমান, হেড অব এন্টারপ্রাইজ বিজনেস অর্ঘ বসু, হেড অফ স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টস মো. রাজিব খান এবং টেলিনর হেলথের সিইও সাজিদ রহমান এ সময় উপস্থিত ছিলেন।
The post ট্রাক লোড বেছে নিয়েছে গ্রামীণফোনের বিজনেস সল্যুশনস appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া