‘সিম্ফনি মেগা ধামাকা অফার’-এর আওতায় প্রথম সপ্তাহে নির্দিষ্ট মডেলের সিম্ফনি হ্যান্ডসেট কিনে পুরস্কার বিজয়ীদের মধ্যে নেপাল ও ব্যাংককের এয়ার টিকিট হস্তান্তর করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিম্ফনি আই৬০ স্মার্টফোন কিনে নেপালের টিকিট জিতেছেন মিরপুরের আরিফুর রহমান। নারায়ণগঞ্জের শীতল নেপালের টিকিট পান আই১০ প্লাস হ্যান্ডসেট কিনে। অন্যদিকে ময়মনসিংহের বিজয় বর্মণ নেপালের টিকিট পেয়েছেন আই৬০ হ্যান্ডসেট কিনে। এছাড়া রংপুরের নুরুজ্জামান এবং ঢাকার মোহাম্মদপুরের মিজানুর রহমান ব্যাংককের টিকিট জিতেছেন যথাক্রমে আই১০ প্লাস এবং আই৬০ হ্যান্ডসেট কিনে। গাজীপুরের ফরহাদ হোসেন এবং উত্তরার রফিকুল ইসলাম আই৭৫ হ্যান্ডসেট কিনে কলকাতার টিকিট পেয়েছেন।
সিম্ফনি মেগা ধামাকা অফারের প্রথম সপ্তাহের বিজয়ীদের হাতে টিকিট তুলে দেন সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ। এ সময় সিম্ফনির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post প্রথম সপ্তাহের বিজয়ীদের এয়ার টিকিট হস্তান্তর করল সিম্ফনি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া