দেশে ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে ডিজিটাল অপরাধও বাড়ছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বলেছেন, ব্যাংকিংখাতের নিরাপত্তার সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত। কাজেই নিরাপত্তা বিধানে নিজেদের সচেষ্ট হতে হবে।
শনিবার ঢাকায় ডুমনিতে ডাচ বাংলা ব্যাংকের টায়ার ফোর ডাটা সেন্টারের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, সাইবার নিরাপত্তা বিধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।তার নেতৃত্বে ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশ নেতৃত্বকারী দেশ হিসেবে পরিচিত পেয়েছে।
ডিজিটালাইজেশনের ফলে বাংলাদেশ ক্যাশল্যাস সোসাইটির দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের ফলে ২০০৯ সালের পর থেকে আর্থিক প্রতিষ্ঠানসমূহে অভাবনীয় রূপান্তর হয়েছে। ডিজিটাল ব্যাংকিং দেশের সাধারণ মানুষের অতি পরিচিত ও জনপ্রিয় একটি সেবায় রূপান্তরিত হয়েছে।
গ্রাহকদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে ডাচ বাংলা ব্যাংক প্রায় তিনশত কোটি টাকা ব্যয়ে ফোর টায়ার এ ডাটা সেন্টার তৈরি করে। এসময় মন্ত্রী ডাটা সেন্টারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এসএম মনিরুজ্জামান, ডাচ বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহবুদ্দিন আহমেদসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
The post দেশে ডিজিটাল অপরাধ বেড়েছে: মোস্তাফা জব্বার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া