সাশ্রয়ী দামে স্ট্রিট ফাইটার নামে খ্যাত ১২৫ সিসির বাইক আনল কেটিএম ডিউক। নতুন এই বাইকটি ইতোমধ্যে ভারতে বুকিং শুরু হয়েছে। মডেল কেটিএম ১২৫ ডিউক। এবিএস এবং নন-এবিএস ভার্সনে বাইকটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে। ভারতের নন-এবিএস ভার্সনটি পাওয়া যাবে দেড় লাখ রুপিতে।
স্ট্রিট ফাইটার নামে খ্যাত নতুন কেটিএম বাইক ইতোমধ্যে ভারতে বুকিং শুরু হয়েছে। মুম্বাই ও পুনের কেটিএম ডিলাররা জানিয়েছেন মাত্র ১ হাজার রুপির বিনিময়ে এই এন্ট্রি লেভেল স্ট্রিট ফাইটার বাইকের বুকিং করা যাবে। ডিসেম্বরে বাজারে আসবে এই বাইক।
কেটিএম ২৫০ ডিউকের সঙ্গে হুবহৃ মিলে যায় এই বাইকের ডিজাইন।
কেটিএম ১২৫ ডিউক মডেলের এই বাইকে আছে ১২৪.৭ সিসির ইঞ্জিন। লিকুইড কুলড এই ইঞ্জিনে ১৫ বিএইচপি শক্তি ও ১২ এনএম টর্ক পাওয়া যাবে। এতে ৬ স্পিড গিয়ার বক্স রয়েছে।
বাইকটির সামনের চাকায় আছে ইউএসডি ফর্ক সাসপেনশন। পেছনের চাকায় আছে মনোশক সাসপেনশন।
The post ১২৫ সিসির নতুন স্ট্রিট ফাইটার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া