বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে গিগাবাইটের পৃষ্ঠপোষকতায় ভারতে লড়তে যাওয়া বাংলাদেশী গেমাররা। এশিয়ার সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা ইন্ডিয়ান সাইবার গেমিং চ্যাম্পিয়নশিপ (আইসিজিসি) ১৪ সেপ্টেম্বর ২০১৮ ভারতের গোয়াতে অনুষ্ঠিত হয়।
এই গেমিং চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে গিগাবাইট অরোজ এর ব্যানারে ৬ জন করে মোট ১২ জন দুটি দলে বিভক্ত হয়ে ভারতের এই গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।
সিএস বিডি এর দুইটি দল ভারতে অনুষ্ঠিত গেমিং প্রতিযোগিতায় ৬০টি টিম এর সাথে লড়াই করে শেষ চার এ জায়গা করে নেয়। এবং পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর গেমের চূড়ান্ত ফলাফলে নিজেদের দুদান্ত পারফর্মেন্স এর মাধ্যমে বিজয়ী হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জল করে।
আইসিজিসি ২০১৮ গেমের বিজয়ীরা প্রায় ৮০ হাজার রুপি সম্মাননা পাবেন।
The post আইসিজিসি ২০১৮ গেমে চ্যাম্পিয়ন বাংলাদেশ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া