পূবালী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসলামী ব্যাংকিং সেক্টরে সাত পদে ৮৫ জনকে নিয়োগ দেবে ব্যাংটি। পদটিতে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
ইসলামিক ব্যাংকিং শাখা (হেড অফিস)
১। ডিভিশন হেড ইন দ্য র্যাংক অব জেনারেল ম্যানেজার-০১টি
২। ডেপুটি জেনারেল ম্যানেজার-০১টি
৩। অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার-০৩টি
৪। ইনভেস্টমেন্ট অফিসার-০৫টি
ইসলামিক ব্যাংকিং ইউনডোজ
৫। ইউনডো ইনচার্জ-১৫টি
৬। অফিশিয়াল ফর ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট-৩০টি
৭। অফিশিয়াল ফর জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট-৩০টি
কর্মস্থল : ঢাকা
আবেদন প্রক্রিয়া
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন। অথবা পূবালী ব্যাংক www.pubalibangla.com ওয়েবসাইটে দেখতে পারেন।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে,
The post ৮৫ জনকে নিয়োগ দেবে পূবালী ব্যাংক appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
