সম্প্রতি ভারতে উন্মোচন হয়েছে রিয়েলমি ২। আবার এক ভারতে নতুন ফোন নিয়ে আসতে চলেছে অপোর সাব ব্র্যান্ড রিয়েলমি । ২৬ ও ২৪ সেপ্টেম্বর এক উন্মোচন ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে কোম্পানি।
মনে করা হচ্ছে এই ইভেন্টে উন্মোচন হবে নতুন রিয়েলমি ২ প্রো। এই ফোনে নতুন প্রসেসার ব্যবহার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
কোম্পানির পাঠানো আমন্ত্রণ পত্রে ‘২’ ‘পিআর’ ‘ও’ শব্দগুলি লাল অক্ষরে লেখা রয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই ইভেন্টে উন্মোচন হবে রিয়েলমি ২ প্রো। নতুন এই ফোনে যোগ হতে পারে নতুন চিপসেট। প্রসঙ্গত রিয়েলমি ২ ফোনে স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট ব্যবহার হয়েছে।
এছাড়াও নতুন রিয়েলমি ২ প্রো তে থাকতে পারে ৬ জিবি র্যাম। আপাতত শুধুমাত্র ৩ জিবি ও ৪ জিবি র্যাম এ পাওয়া যায় রিয়েলমি ২।
The post কবে বাজারে আসবে রিয়েলমি ২ প্রো? appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া