সারা ভারতে হিরো এক্সট্রিম ২০০আর বিক্রি শুরু করল হিরো। আগামী সপ্তাহ থেকে এই বাইক বিক্রি শুরু হবে। গত কয়েক মাস ধরেই নির্দিষ্ট কয়েকটি রাজ্যে এই বাইক বিক্রি শুরু করেছিল কোম্পানি।
দিল্লিতে হিরো এক্সট্রিম ২০০আর এর এক্স শোরুম দাম ৮৯ হাজার ৯০০ টাকা। সারা দেশের ডিলারদের কাছ থেকে হিরো এক্সট্রিম ২০০আর বাইক কেনা যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে হিরো। এই প্রথম এই বিভাগের কোন বাইকে এবিএস ব্যবহার হয়েছে। এর সাথেই থাকছে ২৭৬ মিমি ফ্রন্ট ডিস্ক।
হিরো এক্সট্রিম ২০০আর একটি এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ২০০সিসি ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে ১৮.১ বিএইচপি ও ১৭.১ এনএম টর্ক পাওয়া যাবে। পাঁচটি আদা রঙ ও সিঙ্গেল চ্যানেল এবিএস অপশানে হিরো এক্সট্রিম ২০০আর পাওয়া যাবে।
হিরো এক্সট্রিম ২০০আর এ থাকবে অয়ানালগ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এর সাথেই থাকবে এলইডি পাইলট ল্যাম্প, হ্যালোজেন হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, ডুয়াল টোন বডি গ্রাফিক্স ও টিউবলেস টায়ার। হিরো এক্সট্রিম ২০০আর তে রয়েছে একটি ১২.৫ লিটার ট্যাঙ্ক। এর সাথেই হিরো এক্সট্রিম ২০০আর এর সাথে কোম্পানি পাঁচ বছরের ওয়্যারিন্টি দেবে বলে জানিয়েছে। মাত্র ৪.৬ সেকেন্ড সময়ে ০-৬০ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে পারবে এই বাইক। সর্বোচ্চ ১১৪ কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে হিরো এক্সট্রিম ২০০আর।
The post হিরো এক্সট্রিম ২০০আর দাম ও ফিচার্স appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া