বাজারে এলো নচ ডিসপ্লে এবং তারবিহীন চার্জিং পদ্ধতি সম্বলিত নতুন ফোন। মডেল হেলিও এস সিক্সটি। এটি বাজারে নিয়ে এলো এডিসন গ্রুপ
এই ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেসিয়াল রিকগনিশন ফিচার ব্যবহার করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ফোনটি বাজারে বিক্রির ঘোষণা দেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আরিনুর রশীদ। এসময় গ্রুপের সিনিয়র ডিরেক্টর মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।
৬.২ ইঞ্চির আইপিএস নচ ডিসপ্লের এই ফোনের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।
ফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। অক্টাকোর প্রসেসর সম্বলিত এই ফোনের মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়ার সুযোগ আছে।
ছবির জন্য আছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।
ব্যাকআপের জন্য আছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আর ব্যাটারি চার্জ দেয়ার জন্য রয়েছে তারবিহীন চার্জিং ডক।
ফোনের দাম রাখা হয়েছে ২৫ হাজার ৯৯০ টাকা।
The post নচ ডিসপ্লে ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ এলো হেলিও এস সিক্সটি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া