প্রতিবছর স্মার্টফোন শক্তিশালী হচ্ছে। এতে যুক্ত হচ্ছে উন্নত ক্যামেরা প্রযুক্তি। স্মার্টফোন নির্মাতারা তাদের ক্যামেরাকেই সেরা বলে দাবি করছে।
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য ও স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং আগামী বছর গ্যালাক্সি সিরিজের ফোন বাজারে আনার দশম বর্ষপূর্তী পালন করছে স্যামসাং। এদিন এস টেন প্লাস নামের একটি ফোন আনছে। এই ফোনটিতে পাঁচটি ক্যামেরা থাকছে। এতে টেলি ও ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে।
এস টেন প্লাস স্মার্টফোনটি চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে এবং ৬.৪৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। পাঁচটি ক্যামেরার মধ্যে তিনটি থাকবে রিয়ারে। দুইটি রয়েছে ফ্রন্টে। এর আগে এতে বেশি ক্যামেরার ফোন বাজারে আনেনি স্যামসাং।
রিয়ার ক্যামেরায় সেটাপে থাকছে ১৬ মেগাপিক্সেলের একটি রেগুলার স্ন্যাপার, টেলিফটো সেন্সর সম্বলিত ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাটারি ক্ষমতা ৩ হাজার ৭০০ হাজার মিলি-অ্যাম্পিয়ার ।
The post ৫ ক্যামেরার ফোন আনছে স্যামসাং appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া