চীনের স্মার্টফোন নির্মাতা অপো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মুক্ত করতে চলেছে।ফোনটির মডেল অপো আর১৭ । অপো আর১৭ এর ডিসপ্লের নীচেই থাকবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট থাকবে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
কোম্পানির অফিশিয়াল লিস্টিং পেজ থেকে জানা গিয়েছে ডুয়াল সিম অপো আর১৭ এ অ্যান্ড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চলবে। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব কালারওএস ৫.২ স্কিন।অপো আর১৭ তে একটি ৬.৪ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও ৯১.৫ শতাংশ। অপো আর১৭ এর ভিতরে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন৬৭০ চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য অপো আর১৭ এ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য অপো আর১৭ তে একটি ২৫ মেগাপিক্সেল সেন্সার ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় পোট্রেট মোডের সাথেই একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ফিচার রয়েছে।
The post ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্টসহ ২৫ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে অপো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া