ভারতে কোম্পানির অনলাইন ও অফলাইন স্টোরে ইতিমধ্যেই স্যামসাং গ্যলাক্সি নোট ৯ এর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। ভারতের বৃহত্তর মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এয়ারটেল অনলাইন স্টোর থেকেও স্যামসাং এর লেটেস্ট ফ্ল্যাগশিপ কেনা যাবে।
এয়ারটেল অনলাইন স্টোরে মাত্র ৭ হাজার ৯০০ টাকা ডাউনপেমেন্ট করে নতুন স্যামসাং গ্যলাক্সি নোট ৯ কেনা যাবে। গ্যলাক্সি নোট ৯ গ্রাহকদের জন্য বিশেষ বিল্ট ইন পোস্ট পেড প্ল্যান সহ এই ফোন বিক্রি করবে এয়ারটেল। এই প্ল্যানে গ্যলাক্সি নোট ৯ গ্রাহকরা আরও বেশি ডাটা ও ভয়েস কলের সুবিধা পাবেন। ৭ হাজার ৯০০ টাকা ডাউনপেমেন্টের সাথেই গ্যলাক্সি নোট ৯ গ্রাহকদের মাসে ২ হাজার ৯৯৯ টাকার পোস্টপেড প্ল্যান নিতে হবে। ২৪ মাস এই প্ল্যান ব্যবহার বাধ্যতামূলক।
এই অফারের সুবিধা নিতে এয়ারটেল ওয়েবসাইটে গিয়ে ডিভাইস লিস্ট থেকে স্যামসাং গ্যলাক্সি নোট ৯ ফোন সিলেক্ট করতে হবে। এর পরে অনলাইনেই ৭ হাজার ৯০০ টাকা দাউনপেম,এন্ট করে ফেলতে পারবেন। আপনার কাছে নতুন গ্যলাক্সি নোট ৯ পৌঁছালে তাতে নিজে থেকেই এই পোস্টপেড প্ল্যান চালু হয়ে যাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সাথেই থাকবে প্রতি মাসে ১০০ জিবি ডাটা, অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান, এয়ারটেল টিভি আর Wynk মিউজিক অ্যাপ সাবস্ক্রিপশান। এর সাথেই গ্রাহকরা ডিভাইস প্রোটেকশান প্ল্যান বিনামূল্যে পেয়ে যাবেন।
এই অফারে গ্রাহকরা গ্যলাক্সি নোট ৯ কিনলে ২৪ মাস ২ হাজার ৯৯৯ প্ল্যান ব্যবহার করতে হবে। এর ফলে ফোনের দাম পড়বে ৭৯ হাজার ৮৭৬ টাকা। শুধুমাত্র ১২৮ জিবি ভেরিয়েন্টের গ্যলাক্সি নোট ৯ এই অফারে কেনা যাবে। যদিও ১২৮ জিবি গ্যলাক্সি নোট ৯ এর দাম ৬৭ হাজার ৯০০ টাকা। এই অফারে দুই বছরে প্রায় ১২ হাজার টাকা বেশি খরচ হবে। প্রসঙ্গত আগামী ২২ আগস্ট থেকে স্যামসাং গ্যলাক্সি নোট ৯ ফোন বিক্রি শুরু হবে।
The post মাত্র ৭৯০০ টাকা খরচ করে স্যামসাং গ্যলাক্সি নোট ৯ কিনবেন কীভাবে? appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া