শুক্রবার অ্যাপল সিইও এর সাথে ডিনার সারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে মার্কিন প্রেসিডেন্টের সাথে টিম কুক-এর ডিনারের খবর প্রকাশ করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প।
“অ্যাপল এর টিম কুক-এর সাথে ডিনারের অপেক্ষায় রয়েছি। মার্কিন মুলুকে বড় টাকা ইনভেস্টমেন্টের লগ্নির পরিকল্পনা রয়েছে তাঁর।” বলে জানিয়েছেন ট্রাম্প। আপাতত নিউ জার্সিতে ছুটি কাটাতে ব্যাস্ত ট্রাম্প।
গত সপ্তাহে লগ্নিকারীদেরসাথে এক ফোন কলে কুক জানিয়েছিলেন চিনের সাথে ব্যবসায়ীক যুদ্ধে কোম্পানির ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। জুন মাসে নিউ ইয়র্ক টাইমস-এ এক রিপোর্টে জানানো হয়েছিল চিনে তৈরী কোন আইফোন এ লেভি দেবে না ট্রাম্প সরকার।
নিউ ইয়র্ক টাইমস-এ এক প্রতিবেদনে জানানো হয়েছিল মে মাসে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পকে চিনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে এসেছিলেন টিম কুক। তবে টিম কুকের কথা ট্রাম্প কর্ণপাত করেছিলেন কী না সেই বিষয়ে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত এই মাসেই ১ ট্রিলিয়াম ডলার (৬৯ লক্ষ কোটি টাকা) কোম্পানির তকমা পেয়েছে অ্যাপল। এই প্রথম কোম পাবলিক তালিকাভুক্ত কোম্পানি এই তকমা পেল।
The post কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিনার করবেন অ্যাপল সিইও? appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া