গত বছর চিনে আর ১৫ আর আর ১৫ ড্রিম ফোন দুটি উন্মোচন করেছিল অপো। ইতিমধ্যেই এই ফোনের উত্তরসূরি উন্মোচন করার কথা জানিয়েছে কোম্পানি। শোনা যাচ্ছে নতুন এই স্মার্টফোনের নাম হবে অপো আর ১৭। একাধিক ইভেন্টে ইতিমধ্যেই এই ফোনের টিজার দেখিয়েছে অপো। তাই মনে করা হচ্ছে অপো আর ১৭ লঞ্চ আসন্ন। এই স্মার্টফোনে থাকবে বিশাল ১০ জিবি র্যাম। যদিও এই ফোন কবে বাজারে আসবে সেই প্রসঙ্গে কোন তথ্য জানা যায়নি।
চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক ইভেন্টের ছবি প্রকাশিত হয়েছে। এই ইভেন্টের স্পনসর ছিল অপো। আর সেখানেই অপো আর ১৭ এর টিজার ভিডিও চালাতে দেখা গিয়েছে। যদিও এই টিজার থেকে ফোন সম্পর্কে বিশেষ কোন তথ্য জানা যায়নি। যদিও এই ইভেন্টে থাকা এক ব্যক্তি জানিয়েছেন এই ফোনে ১০ জিবি র্যাম থাকবে।
এই খবর যদি সত্যি হয় তবে অপো আর ১৭ প্রথম ফোন হতে চলেছে যে ফোনে ১০ জিবি র্যাম থাকবে। এই বিশাল পরিমান র্যাম নিশ্চিতভাবে স্মার্টফোন আরও দ্রুত চলতে সাহায্য করবে। তবে অনেকেই স্মার্টফোনে এই বিশাল র্যাম এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
তবে দুই সংখ্যার র্যাম এ অপো আর ১৭ একা নয়, সম্প্রতি শোনা গিয়েছিল ভিভো এক্সপ্লে ৭ ফোনেও ১০ জিবি র্যাম থাকতে চলেছে। এর সাথে এই ফোনে থাকবে ৪কে ওএলইডি ডিসপ্লে, ৯২.৯ স্ক্রিন টু বডি রেশিও। ২৫৬ জিবি আর ৫১২জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। এর সাথেই থাকবে ১০ জিবি র্যাম। তবে ভিভো এক্সপ্লে ৭ এর দাম সম্পর্কে কোন তথ্য জানায়নি ভিভো। তবে শোনা যাচ্ছে ৩২ হাজার টাকা থেকে ভিভো এক্সপ্লে ৭ এর দাম শুরু হতে চলেছে।
The post প্রথম ১০ জিবি র্যাম স্মার্টফোন বাজারে নিয়ে আসছে অপো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া