স্মার্টফোন নির্মাতাদের মধ্যে চলমান প্রতিযোগিতায় খুবটা পেরে উঠছে না জাপানি ইলেকট্রনিকস জায়ান্ট সনি। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির ছোট পরিসরে থাকা স্মার্টফোন ব্যবসা আরও সংকুচিত হয়ে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিষ্ঠানটির স্মার্টফোন ব্যবসা আরও সংকুচিত হতে যাচ্ছে।
সাইটটির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, চলতি বছর জুলাইয়ে শেষ হওয়া প্রান্তিকে সনি মাত্র ২০ লাখ মোবাইল ডিভাইস বিক্রি করতে পেরেছে। আগের বছরের একই প্রান্তিকের চেয়ে এই সংখ্যা ১৪ লাখ কম। নিজেদের ২০১৭ অর্থবছরে সনি ১.৩৫ কোটি স্মার্টফোন বিক্রি করেছে, আর চলতি বছর এপ্রিলে প্রতিষ্ঠানটি ২০১৮ অর্থবছরে এক কোটি স্মার্টফোন বিক্রির প্রত্যাশ্যা প্রকাশ করে। প্রত্যাশ্যার এই অংক বদলে এবার ৯০ লাখ করেছে প্রতিষ্ঠানটি। পুরো ২০১৮ অর্থবছরে মোবাইল ফোন খাতে ৫৪৯ কোটি ডলার আয়ের প্রত্যাশা সনি’র।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতাদের মধ্যে সবচেয়ে কম প্রাসঙ্গিক স্মার্টফোন বানানোর তালিকায় শীর্ষস্থান নেওয়ার প্রতিযোগিতায় আছে সনি এবং এইচটিসি।
এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোন এরিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সনির মোবাইল ডিভিশনের যে অবস্থা চলছে তাতে ২০২০ সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। তবে বন্ধ না হলে অন্যকোন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়।
তবে ফোর্বসকে দেওয়ার এক সাক্ষাৎকারে সনি’র মোবাইল বিভাগের প্রেসিডেন্স হিরোকি টোটোকি বলেন, আমরা (সনি) মোবাইল ডিভিশন কখনই বন্ধ কিংবা বিক্রি করবে না।
উল্লেখ্য, শুধুই স্মার্টফোন খাত না দেখে, পুরো আর্থিক প্রতিবেদনের দিকে তাকালে সনি’র জন্য তা ইতিবাচক বলেই দেখা যায়। এর অধিকাংশ বিভাগই সন্তোষজনক হারে উন্নত হচ্ছে। এক্ষেত্রে আবারও নেতৃত্ব দিচ্ছে প্লেস্টেশন গেমিং বিভাগ।
The post বন্ধ হয়ে যেতে পারে সনির স্মার্টফোন ব্যবসা! appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া