কোডারট্রাস্ট বাংলাদেশ ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)এর যোথ উদ্যেগে গত মঙ্গলবার ৮ মে ২০১৮ সফলভাবে সম্পন্ন হল ডিজিটাল মার্কেটিং এর উপর ওয়ার্কশপ।
এই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাখাওয়াত হোসাইন (প্রিন্সিপাল ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি), বিশেষ অতিথি ছিলন, মোহাম্মদ আতাউল গনি ওসমানী (কান্ট্রি ডিরেক্টর কোডারট্রাস্ট বাংলাদেশ) ও ট্রেইনার হিসেবে ছিলেন আরিফুল রহমান (ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ, মেন্টর কোডারট্রাস্ট বাংলাদেশ)।
দুই ঘন্টার এই ওয়ার্কশপে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। ডিজিটাল মার্কেটিং শেষে কিভাবে অনলাইন মার্কেটপ্লেস এর পাশা পাশি লোকাল মার্কেটেও কাজ করা যায় তার একটি স্পস্ট ধারনা দেয়া হয় । ওয়ার্কশপ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
The post ডিজিটাল মার্কেটিংয়ের উপর ওয়ার্কশপ appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া