নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// মক্তবুর রহমান সম্প্রতি চীফ এক্সিকিউটিভ অফিসার (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসাবে আইকন ইনফোটেক লিমিটেডে যোগদান করেছেন।
এর আগে এন আরবি টেলিকমে পরামর্শক, অগ্নি সিস্টেম পাবলিক লিমিটেডে মহাব্যবস্থাপক, গেটকো অনলাইন, এইচআর সি টেকনোলজিসহ বিভিন্ন গ্রুপ অফ কোম্পানীতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি আইএসপি এসোশিয়াশন অফ বাংলাদেশ এর নির্বাচিত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
মক্তবুর রহমান ঢাকাবিশ্ববিদ্যালয় থেকে সন্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।পরে তিনি এমবিএ ও কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন।পেশাগত কারনে তিনি সিংগাপুর, মালয়েশিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া