আসুস’র নতুন হাই পারফরম্যান্স গেমিং ল্যাপটপ বাজারে

নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড আসুস দেশের বাজারে উন্মুক্ত করল আরওজি স্ট্রিক্স স্কার এডিশন (জিএল৫০৩ভিএম) গেমিং ল্যাপটপ। প্রফেশনাল ফার্স্টপারসন শুটার গেম খেলোয়াড়দের জন্য বিশেষ ভাবে তৈরি এই গেমিং ল্যাপটপ, কাউন্টার স্ট্রাইক কিংবা ওভার ওয়াচের মতো প্রফেশনাল গেমগুলো খেলায় যোগ করবে বিশেষ মাত্রা।

ল্যাপটপটিতে রয়েছে সপ্তম প্রজন্মের ইনটেল কোর আই ৭ প্রসেসর, ৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্সের জিটিএক্স ১০৬০ গ্রাফিকস কার্ড ও ১৬ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যাম। ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটির স্ক্রিন রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড হওয়ায় গেম খেলার সময় মোশন-ব্লার কমিয়ে আনে। ল্যাপটপটির কি–বোর্ড তৈরি হয়েছে প্রফেশনাল গেমারদের কথা মাথায় রেখে। এ ছাড়া গেম খেলায় ব্যবহৃত বাটনগুলো নিজের পছন্দ অনুযায়ী রঙের আলো দিয়ে সাজিয়ে নেওয়া যায়।

আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটির কিবোর্ড তৈরি হয়েছে প্রফেশনাল গেমার দের কথা মাথায় রেখে। বাটন গুলো গেমিং এর সময় দ্রুত ও সঠিক সময় নিয়ন্ত্রণ করে গতিবিধি পরিবর্তনের জন্য চমৎকার ভাবে কাজ করে। এছাড়াও গেম খেলায় ব্যবহৃত বাটন গুলো নিজের পছন্দ মতন রঙের আলো দিয়ে সাজিয়ে নেয়া যাবে আর ও জি আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটি দিয়ে। আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটির আরেকটি বিশেষত্ব এর অডিও প্রযুক্তি। এর বিশেষ অডিও টেকনোলজি হালকা শব্দকেও বর্ধিত করতে সক্ষম, ফলে গেমিং এ শত্রুর গতিবিধি বুঝতে সহায়তা করবে এই নোটবুকটি।

স্ট্রিক্স স্কার এডিশনে রয়েছে ইনটেলিজেন্ট থার্মাল সিস্টেম যা অপ্টিমাইজড সিপিউ ও জিপিউ পারফরম্যান্সের জন্য স্বয়ংক্রিয়ভাবে কুলিং সিস্টেমকে সামঞ্জস্য করে। একই সাথে কীবোর্ড-এর উপরে এবং ল্যাপটপের নীচে বিশেষভাবে সজ্জিত ভেন্টিং গর্ত শীতল বাতাস গ্রহণ করতে সহায়তা করে। এতে আরো থাকছে ১২ ভোল্ট ফ্যান, যা প্রচলিত ৫ভোল্ট ফ্যানের ব্লেডের তুলনায় কুলিং- এ অধিক কার্যকরী। গেমিং নোটবুকটিতে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম; থাকবে আরোজি গেমিং সেন্টার যা গেমিং এর প্রয়োজন অনুসারে ওভারক্লকিং, সিস্টেম টিউনিং, গেমিং প্রফাইল তৈরি ও সিস্টম মনইটরিং- এ সহায়তা করবে। এছাড়াও আরোজি এক্সক্লুসিভ আপ্লিকেশন পাওয়া যাবে নোটবুকটির সঙ্গে। ল্যাপটপটির সঙ্গে দেয়া থাকবে একটি গেমিং মাউস ও ব্যাকপ্যাক।

আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটি দেশ জুড়ে পাওয়া যাবে। আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটির ১ লাখ ৫৫ হাজার টাকা। ল্যাপটপটির সঙ্গে একটি গেমিং মাউস ও ব্যাকপ্যাক ফ্রি।


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on আসুস’র নতুন হাই পারফরম্যান্স গেমিং ল্যাপটপ বাজারে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: