মোবাইল অ্যাপসই বলে দেবে আপনার ডায়াবেটিস আছে কি না, কিংবা আপনার ডায়াবেটিস হলে, তার পরিমাণ এখন কতো।
আপনার ডায়াবেটিস যাই হোক, এই অ্যাপ কাজে লাগবে সবক্ষেত্রেই। রক্তারক্তির কোনো ব্যাপার নেই এখানে। শুধুমাত্র ক্যামেরার লেন্সের ওপর আপনার আঙুলের ডগা রাখুন এবং বেশ কিছু ক্লোজ ছবি তুলে নিন। এই ছবিগুলো থেকেই আপনার হার্ট রেট, তারমাত্রা, রক্তচাপ থেকে শুরু করে রেসপিরেশন রেট কিংবা রক্তে অক্সিজেনের তারতম্য সব কিছুই জানা যাবে। এমনটাই দাবি করছেন গবেষকরা।
অ্যাপের প্রস্তুতকারক ডমিনিক উড বলেন, কোনো কিছু ছেঁড়াফোঁড়া নয়, স্রেফ ননইনভেসিভ টেস্টের মধ্যে দিয়েই যা তথ্য জানার জানা যাবে। নির্দিষ্ট প্রক্রিয়ায় ধারাবাহিক ভাবে তথ্য জানিয়ে দিতে পারে এই অ্যাপ।
ডমিনিক উড আরও বলেন, শুধু ডায়াবেটিসের পরিমাণ নির্ধারণই নয়। ডায়াবেটিস আছে কিনা কিংবা ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে কিনা, সে সম্পর্কেও তথ্য দিতে পারে এই অ্যাপ। অন্তত, রোগ হবার আগে সতর্ক হওয়ার একটা সুযোগ দেবে এই এপিক হেলথ মোবাইল অ্যাপ।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া