বন্যাদুর্গত এলাকায় গ্রাহকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। গত মঙ্গলবার, ২৯ অগাষ্ট থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী এ অফারটি চলবে আগামী ২ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত। এই পাঁচদিন রবি গ্রাহকরা সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিনামূল্যে কল করে এ স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন।
বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, গাইবান্ধা, হবিগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, নেত্রকোণা, নীলফামারি, প গড়, রংপুর, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও ঠাকুরগাঁও জেলার বন্যা আক্রান্ত গ্রাহকরা ৭৮৯ নাম্বারে কল করে বিনামূল্যে এ ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ পাবেন। তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা।
রবি’র নিয়মিত স্বাস্থ্যসেবা অফার সম্পর্কে জানতে গ্রাহকরা সাইটটি ভিজিট করতে পারেন।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া