তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুমড ডটটিভি// ভাইরাস বা অন্য কোনো কারণে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। এ জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ফরম্যাট করার চেষ্টা করেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করা সম্ভব। এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কমান্ড প্রম্পট ব্যবহার করা যায়।
১. প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে স্টার্ট মেনুতে cmd লিখে এন্টার করুন।
২. কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার করতে হবে।
৩. এরপর টাইপ করুন list disk কমান্ড।
৪. আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে। ডিস্ক নম্বর দিয়ে এন্টার চাপুন।
৫. এরপর clean লিখে এন্টার করুন।
৬. create partition primary লিখে এন্টার দিতে হবে।
এখন My computer-এ ঢুকে পেনড্রা
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া