মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণদেরকে আইসিটি খাতে কর্মসংস্থান তৈরি করতে এবার বন্দরনগরী চট্টগ্রামে বসছে তথ্যপ্রযুক্তি চাকরি মেলা।
‘চট্টগ্রাম আইটি-আইটিইএস জব ফেয়ার-২০১৭’ শিরোনামের এই মেলা নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের যৌথ আয়োজনে আয়োজিত এই মেলা আগামী বৃহস্পতিবার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মেলার আয়োজকরা জানান, এই মেলায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগ দিতে স্পট ইন্টারভিউ নেবে। এতে সহযোগী হিসেবে রয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ং এবং ই-কমার্স প্লাটফর্ম পিকাবু।
মেলায় প্রায় ৫০টি শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। চট্টগ্রামের মেলায় প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী উপস্থিত থাকবেন বলে আশা করছে আয়োজকরা।
জব ফেয়ার থেকে ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড আইটি/কম্পিউটার/ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ মেধাবী স্নাতকদের চাকুরি দেবে।
চাকরি মেলায় সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপও অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করতে হলে এই http://ift.tt/2hZwfyb ঠিকানায় নিবন্ধন করতে হবে। মেলা বিষয়ে বিস্তারিত জানতে যেতে হবে : http://ift.tt/2hZwfyb এই ঠিকানায়।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া