তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুমডটটিভি// তাইওয়ানের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস বাংলাদেশে নিয়ে আসছে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল গেমিং নেটবুক। এটির মডেল ‘আসুস জিএক্স৮০০’। আগামীকাল থেকে এটি দেশের সর্বত্রই পাওয়া যাবে। এটি দেশে নিয়ে আসছে আসুসের ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।।
মঙ্গলবার (১৮জুলাই ) এ নতুন নেটবুকটির বাংলাদেশে উদ্বোধন করবে আসুস।
জানা যায়, নতুন এ নেটবুকটি আছে ৪কে রেজুলেশনের ১৮.৪ ইঞ্চি ডিসপ্লে। ইন্টেলের কোর-আই ৭ জেনারেশনের সিপিউ এবং ডুয়ের নাবিদা জেটিএক্স ১০৮০ জিপিউএস ব্যবহৃত হয়েছে। আরো আছে অনবদ্য সব দুর্দান্ত ফিচার।
নেটবুকটি সম্বন্ধে আসুসের পাবলিক রিলেশন অফিসার নাফিজ ইমতিয়াজ টেকজুমকে জানান, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালি গেমিং নেটবুক আসুস জিএক্স৮০০। যেটি আগামীকাল দেশের বাজারে আসছে। এটি গেমারদের জন্য খুবই উপযোগী করে তৈরি করা হয়েছে। সারা দেশে একযোগে মঙ্গলবার থেকেই নেটবুকটি কিনতে পারবে। পণ্যটির মূল্য হবে ছয় লক্ষ টাকার মতো।’
(টেকজুম/১৭জুলাই/এসআর)
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া