তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান আসুস নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘আসুস পেগাসাস ৪এস’। চীনের বাজারে ছাড়া হয়েছে স্মার্টফোনটি। তবে আন্তর্জাতিক বাজারে কবে ফোনটি ছাড়া হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
স্মার্টফোনটিতে থাকছে ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজে এই বাজারে থাকছে ।
আসুস পেগাসস ৪এস স্মার্টফোনটিতে বেশি প্রধান্য পাচ্ছে ১৮:৯ অনুপাতের এফএইচডি পর্দা ।এটির ডিসপ্লে বাদ দিলে সম্পূর্ণ বডি মেটাল দ্বারা আবৃত।
আরও রয়েছে ৫.৭ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে (৭২০×১৪৪০) রেজুলেশন ডিসপ্লে ও ২.৫ ডি কার্ভ গ্লাস। ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে নুগাট ৭.০ । ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি টেকনোলজির মাধ্যমে ক্রেতারা তার আঙ্গুল ব্যবহার করে হ্যান্ডসেটটির সিকিউরিটি শতভাগ নিশ্চিত করতে পারবেন ।
স্মার্টফোনটির ব্যাকপ্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোরজি কানেকটিভিটির এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা । সেলফি ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা । দুইটি ক্যামেরাতেই অটো ফোকাস,এলইডি ফ্লাশ ব্যবহার করা হয়েছে । যাদিয়ে ১০৮০ পিক্সেল ভিডিও রেকডিং সুবিধা থাকছে । (১৫২.৬×৭২.৭×৮.৮) মিলিমিটার এবং ১৬০ গ্রাম ওজনের স্মার্টফোনটি কালো এবং সোনালী রংয়ে বাজারে পাওয়া যাবে । ফোনটিতে রয়েছে ৪০৩০ এমএএইচ এর ব্যাটারি ।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া