তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// হ্যা এবার সেকেন্ডেই চার্জ হবে স্মার্টফোন। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে স্মার্টফোনে চার্জ দিতে কয়েক ঘণ্টা যাতে সময় না লাগে বা ফোনে চার্জ দেওয়ার সময় কমিয়ে আনার জন্য কাজ করছেন। এবার তারা এমন ধরনের উপাদান আবিষ্কার করেছেন যা দিয়ে ফোনের ব্যাটারি তৈরি করলে এটি মাত্র দু-এক কয়েক সেকেন্ডে চার্জ হবে। বিজ্ঞানীরা এই উপাদানকে যুগান্তকারী আবিস্কার বলে অভিহিত করছেন।
এ নিয়ে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সাইট প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে জানানো হয়, বিজ্ঞানীরা এই উপাদানের নাম দিয়েছেন এমএক্সেন’। এই উপাদান তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ডিক্সেল ইউনিভার্সিটির একদল গবেষক। গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর জুরি গোগোটসি। যিনি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কাজ করছেন।
জুরি জানান, তাদের আবিষ্কৃত উপাদান সাধারণ ব্যাটারির উপাদান সম্পূর্ণ আলাদা। এই উপাদানের তৈরি ব্যাটারির আয়ন দ্রুত চার্জ নিতে সক্ষম।
বিজ্ঞানীরা এই উপাদান তৈরির জন্য ২০১১ সাল থেকে কাজ করছেন। তারা আশাবাদী যে এই উপাদান দিয়ে ভবিষ্যতে ব্যাটারি তৈরি করলে তা কয়েক সেকেন্ডে চার্জ হবে। এই উপাদান দিয়ে স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেটের ব্যাটারি তৈরি করা সম্ভব। তবে এখনই এই উপাদান দিয়ে স্মার্টফোনের ব্যাটারি তৈরি করা হচ্ছে না।
এজন্য তিন বছর অপেক্ষা করতে হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই উপাদান দিয়ে ব্যাটারি তৈরির জন্য তিন বছর পর শুরু হবে।
টেকজুম ডটটিভি/২৯জুলাই/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া