সারা বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে আর এখন পাওয়া গেল আরেক নতুন তথ্য।ডেক্সটপের তুলনার মোবাইল ফোনের এই ব্যবহারকারির সংখ্যাটাই বেশি আর এই হার এতটাই বেশি যে প্রথমবারের মতো তা ডেস্কটপে ইন্টারনেট ব্যবহারকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি ইন্টারনেট পর্যবেক্ষণের প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টার এই তথ্য প্রকাশ করেছে।
২০০৯ সালের পর এই প্রথম দেখা গেছে মানুষ ইন্টারনেট এক্সেসের জন্য ডেস্কটপের চেয়ে মোবাইল ডিভাইস বেশি ব্যবহার করছে। যদিও প্রতিষ্ঠানগুলো এখনও ইন্টেরনেটের জন্য মোবাইলকে পুরোপুরি ফোকাস করেনা। তবে এই তথ্য থেকে বোঝা যায়, ইন্টারনেট ব্যবহারের ট্রেন্ড বদলে গেছে। মোবাইল এবং ট্যাবলেট ডিভাইস থেকে মিলিত ইন্টারনেট ট্রাফিক ৫১.২ শতাংশ আর ডেস্কটপে ৪৮.৭ শতাংশ।
স্ট্যাটকাউন্টার এর প্রতিবেদনে আরও দেখা গেছে, বাজারে পরিপক্বতার প্রভাবও রয়েছে এই ইন্টারনেট ব্যবহারে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড সহ আরো অনেক পরিপক্ব বাজারের এখনও ইন্টারনেট এক্সেসের জন্য ডেস্কটপকেই পছন্দ করে। তবে উঠতি বাজার যেমন ভারতের বাজার মোবাইল কে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে বেশীরভাগ মানুষ ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল ব্যবহার করে।
গত বছর মে মাসে সার্চ জায়ান্ট গুগল প্রকাশ করেছে, গুগল সার্চে বেশীরভাগ সার্চ করা হচ্ছে মোবাইল প্ল্যাটফর্ম থেকে যা ডেস্কটপ থেকেও বেশি।
তথ্যটি বিশেষ করে ছোট এবং মাঝারি ব্যবসায়ী এবং পেশদারদের জন্য একটি ওয়েক আপ কল বলা যায়। কেননা এর উপর ভিত্তি করে তাদের নিশ্চিত করতে হবে তাদের ওয়েবসাইট কতটা মোবাইল বন্ধুত্বপূর্ণ।
স্ট্যাটকাউন্টারের প্রধান নির্বাহী অ্যাওধান কুলেন বলেন, ক্রমবর্ধমান ট্রাফিকের কারণে মোবাইল ইন্টারনেট ব্যবহার বাড়েনি বরং গুগল তার মোবাইল সার্চ ফলাফলের জন্য মোবাইল বান্ধব ওয়েবসাইট তৈরি করায় এমনটা হয়েছে। তিনি আরও জানান, গুগল সম্প্রতি একটি টুল উন্মুক্ত করেছে যেখানে ব্যবসায়ীরা তাদের ওয়েবসাইটের মোবাইল পারফরম্যান্স পরীক্ষা করে দেখতে পারেন।
প্রসঙ্গত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ কোটি ২২ লাখ। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ৮৩ লাখ।
Latest articles: