৫০ সদস্যের প্রকৌশলী নিয়ে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনতে কাজ করছে.ফেসবুক। সেই কাজের অগ্রগতির নজর রাখছেন স্বয়ং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
আগামী বছরেই প্রতিষ্ঠানটি নিজেদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে হাজির হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস ।
ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্পের সঙ্গে জড়িত এক ব্যক্তি নিউ ইয়র্ক টাইমস বলেন, “বহুল প্রতিক্ষিত কিন্তু গোপন প্রকল্প নিয়ে কাজ করছে ফেসবুক। তবে এটা ঠিক, আমরা যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছি তা হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যাবে। গ্রাহকরা সহজে বন্ধু এবং পরিবারের সদস্যের সঙ্গে লেনদেন করতে পারবেন।
আগের বছরই দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জার প্রধানের দায়িত্বে থাকা ডেভিড মার্কাস বলেন, ফেসবুকে কীভাবে ব্লকচেইন প্রযুক্তির সবচেয়ে ভালো ব্যবহার আনা যায় শুরু থেকে তা খতিয়ে দেখতে ছোট একটি দল গঠন করছি।
The post ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া