চীনের প্রতিষ্ঠান শাওমি একের পর এক নতুন ডিভাইস বাজারে নিয়ে আসছে। ২০ ফেব্রুয়ারি চীনে ‘মি ৯’ স্মার্টফোনের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। এর আগে নতুন ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হলেও এবারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
লেই জুন চীনের সামাজিক যোগাযোগের সাইট ওয়েবুতে লিখেছেন, কোয়ালকমের তৈরি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট দিয়ে তৈরি হচ্ছে এমআই ৯ ফোনটি। ফোনটিতে ফাস্ট চার্জিং এর সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ফোন চার্জ হবে খুব দ্রুত। এই স্মার্টফোনে গোলাপি ও নীল রঙের গ্র্যাডিয়েন্ট ফিনিশ দেখানো হয়েছে।
শাওমির বৈশ্বিক মুখপাত্র ডনোভান সুং ওই স্মার্টফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার ইঙ্গিত দিয়েছেন।
গিকবেঞ্চ লিস্টিং ও বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এমআই ৯ ফোনটিতে অ্যান্ড্রয়েড ৯ পাই ওএস, সাড়ে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৬ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকছে। এর পেছনে তিন ক্যামেরা সেটআপ থাকবে। সামনে থাকবে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।
২০ ফেব্রুয়ারি অনুষ্ঠানে নতুন স্মার্টফোনের পাশাপাশি নতুন মি রাউটারের ঘোষণা দিতে পারে শাওমি। চীনের বেইজিংয়ে এ আয়োজন করবে শাওমি কর্তৃপক্ষ।
The post ২০ ফেব্রুয়ারি আসছে ‘এমআই ৯’ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া