সোমবার বগুড়া কনভেনশন সেন্টার এ অনুষ্ঠিত হয় গিগাবাইট পার্টনারস মিট ২০১৯।
উক্ত পার্টনারস মিট অনুষ্ঠানে উপস্থিত ছিল বগুড়া সহ রাজগঞ্জ,ঈশ্বরদী,নাটোর,পাবনার পার্টনারসগন। আরও উপস্থিত ছিলেন গিগাবাইট এর কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান এবং প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।
এই পার্টনারস মিট অনুষ্ঠানে গিগাবাইট-এর পোডাক্ট সম্পর্কে নলেজ শেয়ারের আয়োজন করা হয়। এছাড়াও তাদের বিনোদনের জন্য কালচারাল প্রোগ্রামের বাবস্থা করা হয়েছিল।
উল্লেখ্য ১৯৮৬ সালে যাত্রা শুরু করে গিগাবাইট। বর্তমানে গিগাবাইট এ নতুন মডেলের পোডাক্ট সংযোজন হয়েছে।তাই উক্ত অনুষ্ঠানে গিগাবাইট এর মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই,মনিটর, এসএসডি,হেডফোন, কিবোর্ড, মাউসও প্রদর্শিত হয়।
The post বগুড়ায় গিগাবাইট পার্টনারস মিট ২০১৯ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া