প্রতি বছর নানা রকম উদ্ভাবনী ফিচার নিয়ে নতুন স্মার্টফোন বাজারে আসে। এর মধ্যে কয়েকটি অনেক বেশি জনপ্রিয়তা পায়। অভিনব ফিচার আর উদ্ভাবনী স্মার্টফোনের বছর ছিল ২০১৮। স্মার্টফোনের ক্ষেত্রে আরও বেশি অভিনব ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তি চোখে পড়বে চলতি বছরে। তবে এই বছরে স্মার্টফোন ডিভাইসের রমরমা ব্যবসা আগের মতো থাকবে না। বাড়বে তীব্র প্রতিযোগিতা।
স্মার্টফোনের বাজারে অ্যাপল, স্যামসাং ও গুগল নতুন চমক দেওয়ার জন্য তৈরি। নতুন বছরে চমক হয়ে আসতে পারে—এমন ৫টি ফোন সম্পর্কে জেনে নিন:
আইফোন ১১ ও আইফোন ১১ ম্যাক্স
আইফোন এক্স বা টেনের পর কি আইফোন ১১? অ্যাপল এখনো এ রকম কোনো ঘোষণা দেয়নি। তবে নতুন বছর মানেই নতুন আইফোন। ২০১৯ সালেও নতুন আইফোন বাজারে ছাড়বে অ্যাপল। ২০১৮ সালে ‘বিশ্বের এক নম্বর স্মার্টফোন’ বাজারে আনার দাবি করেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। গত ১২ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে ২০১৮ সালের জন্য তিনটি নতুন মডেলের আইফোনের ঘোষণা দেন তিনি। নতুন এ আইফোন ঘিরে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে গুঞ্জন ছিল। আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর নামের তিনটি নতুন মডেলের আইফোন এনে চমক দেয় অ্যাপল। ২০১৯ সালেও নতুন আইফোন এনে চমক দেবে অ্যাপল। ২০১৯ সালের আইফোনের মডেলগুলোয় উন্নত ক্যামেরা আর বেজেলহীন ডিসপ্লেতে গুরুত্ব দিতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
গুগল পিক্সেল ৪ ও গুগল পিক্সেল ৪ এক্সএল
অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রতিবছর নতুন ফিচারের ফোন বাজারে ছাড়ছে গুগল। এই বছরেও দেখা যাবে গুগলের পিক্সেল ফোন। গুগল অবশ্য নতুন পিক্সেল ফোন সম্পর্কে এখনো কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা আর ক্যামেরা সুবিধা নিয়ে আগামী বছর নতুন পিক্সেল ফোন দেখা যাবে। এছাড়াও, এখানে আশা করা হচ্ছে গুগল মধ্যপ্রাচ্যে আনুষ্ঠানিকভাবে পিক্সেল সিরিজটি প্রকাশ করেছে।
ওয়ানপ্লাস ৭
আগামী বছরের শুরুতেই প্রথম ৫জি স্মার্টফোন বাজারে আনবে ওয়ানপ্লাস। এবার ইন্টারনেটে হয়ত সেই ফোনের ছবি ফাঁস হয়ে গেল। ওয়ানপ্লাসের নিয়ম অনুযায়ী আগামী বছরও ওয়ানপ্লাস তাদের নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিলিজ করবে যার নাম হবে ওয়ানপ্লাস ৭। ফোন অ্যারেনার রিপোর্ট অনুযায়ী, আগামী বছর রিলিজ করা এই ওয়ানপ্লাস ৭ স্মার্টফোনটি হবে পৃথিবীর প্রথম ৫জি নেটওয়ার্ক সাপোর্টেড স্মার্টফোন, যা কনজিউমারদের কাছে বিক্রি করা হবে। তবে ওয়ানপ্লাস যেহেতু প্রত্যেকবছর দুটি করেই স্মার্টফোন রিলিজ করে, তাই এই ফোনটি ওয়ানপ্লাস ৭ কিংবা ওয়ানপ্লাস ৭টি হওয়ার সম্ভাবনা সব চেয়ে বেশি।
হুয়াওয়ে পি৩০ প্রো
২০১৯ সালের সবচেয়ে প্রত্যাশিত ডিভাইসগুলির মধ্যে রয়েছে হুয়াওয়ে পি৩০ ও হুয়াওয়ে পি৩০ প্রো । হুয়াওয়ে পি সিরিজের পরবর্তী সংস্করণ হতে চলেছে এইটি । সম্প্রতি হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্ড ইউ এক সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন। তবে ওই বছরের কোন সময়ে এ ডিভাইসটি উন্মোচন করা হবে, তা নির্দিষ্ট করে জানাননি তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। চলতি বছরের সবচেয়ে ভালো মানের ক্যামেরা ফোনগুলো এনেছে হুয়াওয়ে। এই ধারা বজায় রাখতে প্রতিষ্ঠানটি নতুন দুটি ফোন আনতে যাচ্ছে। সবচেয়ে বড় খবর হলো, দামের পাশাপাশি হুয়াওয়ের পি৩০ সিরিজের স্মার্টফোনে ক্যামেরার সংখ্যাও বাড়তে পারে।
নকিয়া ৯
এক সময়ের তুমুল জনপ্রিয় ফোন সেট নকিয়া, বেশ কয়েক বছর ফোন দুনিয়ার কতৃত্ব থেকে দূরেই চলে যাচ্ছিল, আইফোনের কাছে। ২০১৮ সালটি নকিয়ার ব্র্যান্ডের জন্য দুর্দান্ত একটি বছর। এ বছর ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের এক ডজন স্মার্টফোন বাজারে এনেছে। তবে নকিয়া ফোনের ফ্যানদের জন্য সুখবর নিয়ে ২০১৯ (নতুন বছরের) শুরুতেই আকষর্ণীয় সব ফিচার নিয়ে বাজারে আসছে মোবাইল ফোন নকিয়া ৯। ফ্ল্যাগশিপ নকিয়ার নতুন সেটের প্রতি সবার আগ্রহের মূলে রয়েছে ফোনের পেছনে থাকছে পাঁচটি ক্যামেরা।নকিয়া কোম্পানির অন্যান্য ফোনের মতোই নকিয়ার এ ফোনের ক্যামেরাতেও জেইস লেন্স থাকবে।
এছাড়াও ২০১৯ সালে বাজারে আসবে আরও কিছু চমক । হুয়াওয়ে গ্রুপের অনলাইন ব্র্যান্ড হনর নিয়ে আসছে তাদের নতুন ফোন হনর ১১। স্যামসাং গ্যালাক্সি এক্স, হুয়াওয়ে ম্যাট ৩০ প্রো, শাওমি পোকোফোন ২, স্যামসাং গ্যালাক্সি এস১০ ফোন থাকবে বাজারে ।
The post appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া