২০১৯ সালে বিশ্বের বৃহৎ স্মার্টফোন বাজারগুলোর মধ্যে শুধু ভারতে সরবরাহ প্রবৃদ্ধির দেখা মিলবে। তবে বৈশ্বিক স্মার্টফোন বাজার চলতি এক বছরে সংকুচিত হওয়ার পূর্বাভাস দিয়েছে কাউন্টারপয়েন্ট রিসার্চ।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সহকারী পরিচালক তরুণ পাঠক বলেন, আগামী বছর ভারতের স্মার্টফোন বাজারে ১২ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। তবে বৈশ্বিক স্মার্টফোন বাজার চলতি বছর সংকুচিত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।
জনসংখ্যার কারণে মোবাইল ডিভাইসের গুরুত্বপূর্ণ বাজার মনে করা হয় ভারতকে। তবে দেশটির বহু মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করছেন। দেশটিতে দ্রুত ডিভাইস পরিবর্তন এবং স্মার্টফোন ব্যবহারের বৃদ্ধি পাওয়ায় সরবরাহ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। পাশাপাশি শাওমি ও স্যামসাংয়ের মতো হ্যান্ডসেট নির্মাতা গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে বাজারটিতে সাশ্রয়ী হ্যান্ডসেট সরবরাহে জোর দিচ্ছে।
এইবছর দেশটিতে স্মার্টফোন সরবরাহ ১৬ কোটি ইউনিটে পৌঁছবে। মোবাইল ডিভাইস, বিশেষ করে স্মার্টফোনের বৃহৎ তিন বাজার হালো ভারত, চীন ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে চীনের বাজারে সরবরাহ কমতে শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন সরবরাহ প্রবৃদ্ধি অপরিবর্তনীয় রয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ইটি টেলিকম।
কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে ভারতে স্মার্টফোনের সরবরাহ ১৩ কোটি ৪০ লাখ ইউনিট ছিল। চলতি বছর ১৫ কোটি ইউনিটে পৌঁছানোর আশা করা হচ্ছে। আগামী বছর দেশটিতে স্মার্টফোনের সরবরাহ ১৬ কোটি ইউনিটে পৌঁছতে পারে।
ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সহযোগী গবেষণা পরিচালক নবকেন্দার সিং বলেন, ভারতীয় টেলিযোগাযোগ কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকম ডিভাইস নির্মাতা ফ্লেক্সের সঙ্গে মিলে ‘জিও’ ব্র্যান্ডের স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা করছে। আগামী বছর বাস্তবে দেশটিতে জিও ব্র্যান্ডের স্মার্টফোন ছাড়া হলে, তা গেম জেঞ্জার হবে।
The post এক বছরে সংকুচিত হবে বৈশ্বিক স্মার্টফোন বাজার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া