অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে চলতি মাসেই চালু হচ্ছে আইএমইআই ডেটাবেস

অবৈধ হ্যান্ডসেটের প্রবেশ বন্ধের পাশাপাশি হ্যান্ডসেটের সত্যতা নিশ্চিত করতে আন্তজার্তিক মোবাইল ফোন যন্ত্রপাতি পরিচয় (আইএমইআই) ডেটাবেস চালু করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)।

নতুন বছরের প্রথম মাসে অর্থাৎ চলতি জানয়ারিতেই দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আইএমইআই ডেটাবেস। এটি চালু হলে দেশে গ্রে মার্কেটের (অবৈধ হ্যান্ডসেট বিক্রির বাজার) সংখ্যা কমে যাবে। পাশাপাশি হ্যান্ডসেটের গুনগত মান নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে বিটিআরসি। অর্থাৎ আইএমইআই ডেটাবেসে একটি ফোনের সমস্ত তথ্য থাকবে এখানে। যেখান থেকে গ্রাহক তার ফোনের ব্র্যান্ড নিশ্চিতের পাশাপাশি গুনগত মানও নিশ্চিত করতে পারবেন।

জানতে চাইলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক এ প্রতিবেদককে বলেন, ‘গ্রাহকদের হ্যান্ডসেটের গুনগত মান নিশ্চিতের পাশাপাশি সকলের সুবিধার্থে আইএমইআই ডেটাবেস চালু করা হচ্ছে। এটি চালু হলে দেশে অবৈধভাবে হ্যান্ডসেট প্রবেশ বন্ধ হবে। সেই সঙ্গে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। তবে অনেকের আত্মীয় স্বজন দেশের বাইরে থাকেন তাদের কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যে ৫টি থেকে বাড়িয়ে ৮টি হ্যান্ডসেট নিয়ে আসার সুবিধা দিয়েছি। কেবল যারা বৈধভাবে হ্যান্ডসেট নিয়ে আসবেন তাদের সুবিধা চিন্তা করেই এটি বাস্তবায়ন করেছি। যাতে কারো কোনো অভিযোগ না থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি চলতি মাসেই আইএমইআই ডেটাবেস চালু করতে পারবো। এ মাসের যে কোনো দিন এটি চালু হতে পারে। এটি সম্পূর্ণ হলে আমরা পর্যায়ক্রমে ন্যাশনাল ইক্যুইমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালু করবো। আর এনইআইআর চালু হলে তখন আর গ্রাহকদের হ্যান্ডসেন্ট চুরি বা হারানোর কোনো ভয় থাকবে না। এখানে ফোনের ডিটেলইস থাকবে। গ্রাহকদের চুরি বা হারিয়ে যাওয়া ফোন সাথে সাথে বন্ধ করাসহ সেটিও সনান্ত করতে সহযোগিতা করতে এনইআইআর।’

উল্লেখ্য, আইএমইআইয়ের একটি ১৫-ডিজিট সিরিয়াল নম্বর আছে, যেটি সব হ্যান্ডসেটে দেওয়া থাকে। এটি বৈধ ডিভাইসগুলো শনাক্ত করার পাশাপাশি কোনো নেটওয়ার্ক অ্যাক্সেস এটি ব্যবহার হচ্ছে বা চুরি হয়েছে সেটিও শনাক্ত করবে এ ডেটাবেস। *#০৬# ডায়াল করলে হ্যান্ডসেটের পর্দায় আইএমইআই নম্বর দেখতে পাওয়া যায়।

সূত্র জানায়, লাগেজ পার্টিসহ বিভিন্ন পথে দেশে অবৈধভাবে মোবাইল ফোন আমদানি হওয়ার ফলে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বি ত হচ্ছে। পাশাপাশি অবৈধ পথে দেশে আসা এসব হ্যান্ডসেট ক্রয়ে গুণগতমান ঠিক না থাকায় গ্রাহকরাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রেক্ষিতে বিটিআরসি আইএমইআই ডেটাবেস চালু করছে। আর প্রকল্পটিতে অর্থায়ন করছে মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)।

বিএমপিআইএ’র তথ্যমতে, অবৈধ পথে আসা মোবাইল ফোনের কারণে তাদের সংগঠনের সদস্যরা বাজার হারাচ্ছে। আর ব্যবসায়ীরা গ্রে মার্কেটে মোবাইল অনেক কম দামে বিক্রি করতে পারছেন। ওদের দামের কাছে তারা টিকতে পারছেন না। ফলে তারা বাজার হারাচ্ছেন, আর অবৈধ ব্যবসায়ীদের বাজার বড় হচ্ছে। অবৈধ ফোনগুলোর ওয়ারেন্টি ও সার্ভিস ওয়ারেন্টি না দিয়ে, কম মূল্য হ্যান্ডসেট দিয়ে শুধু সার্ভিস ওয়ারেন্টি অফার করে থাকে। এতে ক্রেতারাও নিজের অজান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইএমইআই ডেটাবেস তৈরি, নিবন্ধনের ব্যবস্থা এবং প্রশাসনের কড়া নজরদারি থাকলে দেশে অবৈধ পথে মোবাইল ফোনের প্রবেশ বন্ধ হবে।

যারা চোরাই পথে হ্যান্ডসেট আমদানি করে তারা হ্যান্ডসেটগুলোতে বিভিন্ন রকম নকল আইএমইআই ব্যবহার করে। তবে দেশে আইএমইআই ডেটাবেস চালু হলে চোরাই পথে আসা হ্যান্ডসেটগুলোতে একের অধিক আইএমইআই ব্যবহার করতে পারবে না।

উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী প্রত্যেক যাত্রী প্রতিটি বোর্ডিংপাস বা সংশ্লিষ্ট ভ্রমণ সংক্রান্ত কাগজ অনুয়ায়ী বিটিআরসির অনাপত্তিপত্র ছাড়া আটটি মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন। তবে এসব মোবাইল ফোন হ্যান্ডসেটের মধ্যে সর্বোচ্চ দুটি আনা যাবে বিনা শুল্কে। বাকিগুলোর ক্ষেত্রে কাস্টমস সংশ্লিষ্ট আইন প্রযোজ্য হবে। এছাড়া আটটির বেশি মোবাইল ফোন আনার ক্ষেত্রে বিটিআরসি থেকে ‘ভেন্ডর এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ নিয়ে সেগুলো কাস্টমস থেকে খালাস করা যাবে। তবে তা হতে আমদানির তারিখ থেকে এক বছরের মধ্যে।

The post অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে চলতি মাসেই চালু হচ্ছে আইএমইআই ডেটাবেস appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে চলতি মাসেই চালু হচ্ছে আইএমইআই ডেটাবেস on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: